আগৈলঝাড়ায় ইরি ব্লকের সেচ পাম্পের শ্যালো থেকে বের হচ্ছে প্রাকৃতিক গ্যাস। ঘটনাস্থল পরিদর্শন করে বাপেক্স ও পেট্রো বাংলাকে পরীক্ষা নিরীক্ষা ও গ্যাস অনুসন্ধানের জন্য পত্র দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। বৃহস্পতিবার সকালে সরেজমিনে উপজেলার গৈলা ইউনিয়নের বড়ইতলা গ্রামে গিয়ে দেখা গেছে, ওই গ্রামের ইদ্রিস সরদারের বাড়ির পশ্চিম পাশে ইরি ব্লকে পানি সেচ দেয়ার জন্য শ্যালো সেচ পাম্প স্থাপন করেন ব্লক ম্যানেজার স্থানীয় বাবুল সরদারসহ অপর তিন ব্লক ম্যানেজার। ১২০ ফুট গভীরে খননে পর থেকে সেচ পাম্পে পানি তোলার জন্য শ্যালো মেশিন ষ্টার্ট করলে সেখানে পানির সাথে গন্ধ বের হতে শুরু করে। মেশিনে পর্যাপ্ত পানি না ওঠায় ও চারপাশে গন্ধের কারণে তাদের সন্দেহ হয়।
এক পর্যায়ে সেচ পাম্পের পানির সাথে আগুন ধরলে আগুন জ্বলে ওঠায় সেখানে গ্যাসের অবস্থান নিশ্চিত হন উপস্থিত লোকজন। পানির সাথে গ্যাস উদ্গীরণের খবর মুহুর্তের মধ্যে ছড়িয়ে পরলে সেখানে উৎসুক জনতা ভীড় জমার খবরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস ঘটনাস্থল পরিদর্শন করেন। সেচ পাম্প থেকে গ্যাস উদগিরনের ঘটনা প্রত্যক্ষ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস বলেন, বিষয়টি পরীক্ষা নিরীক্ষা ও অনুসন্ধাননের জন্য বৃহস্পতিবারই তিনি বাপেক্স ও পেট্রো বাংলাকে পত্র প্রেরণ করেছেন। তারা শিঘ্রই এলাকা পরিদর্শন করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।