প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ১৯:৫৫
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর ও শায়খে চরমোনাই মুফতী সৈয়দ মো. ফয়জুল করীম বলেছেন, আগামী নির্বাচনে ভোট হবে ভারতে বিপক্ষে এবং ইসলামের পক্ষে। যারা ভারতের বিরোধিতা করছেন, তাদের ভোটের মার্কা হবে ‘হাতপাখা’। রোববার (১০ আগস্ট) বিকেলে বরিশালের সরকারি গৌরনদী কলেজ মসজিদ মাঠে ইসলামী যুব আন্দোলনের প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশে তিনি এসব কথা বলেন।