কুয়াকাটা সমুদ্র সৈকতের পূর্ব দিকে জাতীয় উদ্যান সংলগ্ন এলাকায় ফের ভেসে উঠেছে একটি মৃত ইরাবতি ডলফিন। বুধবার (৬ এপ্রিল) সকালে জোয়ারের সময় ডলফিনটি ভেসে এসে সৈকতের বালুচরে আটকা পরে। খবর পেয়ে ডলফিন রক্ষা কমিটির সদস্যরা সৈকতের বালুচর থেকে ইরাবতী প্রজাতির মৃত ডলফিনটি উদ্ধার করে বালু চাপা দেয়।
প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা গেছে, সকালে জোয়ারের সময় ভেসে ওঠে ডলফিনটি। ডলফিনটি এখনও দেখতে তরতাজা।জেলেরা জানান, কয়েকঘন্টা আগে মারা গেছে বলে মনে হয়, আকৃতির কোনো পরিবর্তন হয়নি। দেখে মনে হচ্ছে জীবিত। তবে ডলফিনটির লেজ ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। স্থানীয়দের ধারণা জালে আটকে ডলফিনটি মারা যেতে পারে।
ওয়ার্ড ফিস বাংলাদেশ (ইকোফিস ২) প্রকল্পের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন ,ইরাবতী জাতের ডলফিনটি প্রাপ্ত বয়স্ক নয় এটি বাচ্চ। তিনি আরও বলেন, ইরাবতী ডলফিনের বাচ্চা ও বয়স্কদের মধ্যে একটু পরিবর্তন থাকে। এর আগেও গত মৌসুমে একাধিক মৃত বয়স্ক ইরাবতী ডলফিন ভেসে ওঠে। চলতি মৌসুমে ফের রক্তাক্ত অবস্থায় ভেসেে এসে সৈকতের বালুচরে আটকে যায় এই বাচ্চা ডলফিনটি।
পটুয়াখালী বিভাগীয় বন কর্মকর্তা আব্দুল্লাহ আল-মামুন বলেন , বেশ কিছুদিন যাবত কুয়াকাটা সৈকতে মৃত ডলফিন ও কচ্ছপ বেশী পরিমাণ ভেসে আসছে। এ নিয়ে আমরা বনবিভাগের উর্ধতন কর্তৃপক্ষের কাছে চিঠি লিখছি। তবে প্রাথমিক ধারনা এগুলো সামুদ্রিক ভারসাম্য নষ্ট হওয়ার কারনে অথবা জেলেদের জালে আটকে মারা যাচ্ছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।