সেন্টমার্টিন দ্বীপে ধরা পড়েছে দেড়'শ কেজি ওজনের বোল মাছ

নিজস্ব প্রতিবেদক
আমান উল্লাহ কবির,নিজস্ব প্রতিনিধি টেকনাফ (কক্সবাজার)
প্রকাশিত: শনিবার ২৩শে এপ্রিল ২০২২ ০১:২৪ অপরাহ্ন
সেন্টমার্টিন দ্বীপে ধরা পড়েছে দেড়'শ কেজি ওজনের বোল মাছ

সেন্টমার্টিন দ্বীপে জেলের টানা জালে ধরা পড়েছে দেড়'শ কেজি ওজনের একটি বোল মাছ। মাছটি ১ লাখ ৪০ হাজার টাকায় বিক্রি হয়েছে বলে জানা গেছে।স্থানীয় বাসিন্দা মো.জসিম উদ্দিন জানান, শনিবার (২৩ এপ্রিল) সকালে স্থানীয় জেলে রশিদ মাঝির টানা জালে মাছটি ধরা পড়ে। মাছটি ১ লাখ ৪০ হাজার টাকায় সেন্টমার্টিন পূর্ব পাড়ার মৃত আবুলের ছেলে ইসমাইলকে বিক্রি করেছে।


জেলে রশিদ মাঝি বলেন, প্রতিদিনের মতো টানা জাল পেতে টানছিলাম। একপর্যায়ে জালে দেড়শ কেজি ওজনের বোল মাছটি ধরা পড়েছে। ঈদের আগে মাছটি ধরা পড়ায় আল্লাহর রহমত বলেও জানান তিনি।


উপজেলা মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসাইন জানান, সেন্টমার্টিন দ্বীপে এক জেলের টানা জালে বড় একটি মাছ ধরা পড়ার খবর জেনেছি। মৎস্য আহরণ বন্ধের নির্দেশনা মেনে চলার কারণে সাগরের মৎস্য সম্পদ বহুগুণ বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি মাছও বড় হয়েছে। সম্প্রতি টেকনাফ উপকূলে জেলেদের জালে বড় বড় মাছ ধরা পড়ার কথাও স্বীকার করেন তিনি।