নওগাঁয় বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকীর বিভিন্ন কর্মসূচীর অংশ হিসেবে জেলা ছাত্রলীগের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সরকারী কলেজের মুক্তমঞ্চে আয়োজন ছিলো। রক্তদান করে কর্মসূচীর উদ্বোধন করেন জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রিজভী।
এসময় জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আমানুজ্জামান সিউল, ছাত্রলীগের রেদোয়ান, রাজু, বিশাল, সুমনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। কর্মসূচীতে সম্পাদক আমানুজ্জামান সিউলসহ ছাত্রলীগের ২০ নেতাকর্মি ও শিক্ষার্থীরা স্বেচ্ছায় রক্ত দান করেন। পরে সেগুলো চিকিৎসাধীন ব্যাক্তির কাছে সরবরাহ করা হয়।
এসময় জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আমানুজ্জামান সিউল বলেন, ছাত্রলীগ শুধু রাজনীতি নয়, মানব সেবায় সব সময় কাজ করতে প্রস্তুত। বাঙালি জাতির ইতিহাসের প্রতিটি টার্নিং পয়েন্টে ছাত্রলীগ প্রমাণ করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শই চলার পথে মূল আলোকবর্তিকা। বঙ্গবন্ধুর নেতৃত্বে বাঙালির মুক্তি সংগ্রাম, স্বাধিকার আন্দোলন, মুক্তিযুদ্ধ, পরবর্তীতে স্বাধীন বাংলদেশে সামরিক শাসনের বিরুদ্ধে গণতন্ত্রের সংগ্রামসহ প্রতিটি ক্ষেত্রে ছাত্রলীগের উল্লেখযোগ্য সংখ্যক সদস্যের আত্মাহুতিসহ এই সংগঠনের যুগান্তকারী অবদান রয়েছে।
বঙ্গবন্ধু স্বাধীনতার পর বলেছিলেন, ছাত্রলীগের ইতিহাস, বাঙালীর ইতিহাস। এর অর্থ হচ্ছে, ছাত্রলীগকে বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাস লেখা যায় না। বাংলাদেশ রাষ্ট্র সৃষ্টির ইতিহাসের সাথে ছাত্রলীগের নাম মিশে আছে। এই স্বীকৃতি দিয়ে গেছেন বঙ্গবন্ধু, যিনি বাংলাদেশ সৃষ্টি করেছেন। এই ছাত্রলীগ তারই সৃষ্টি।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।