থার্টি ফার্স্ট নাইটে বার বন্ধ ২৪ ঘণ্টা

নিজস্ব প্রতিবেদক
ইনিউজ ডেস্ক
প্রকাশিত: সোমবার ১৯শে ডিসেম্বর ২০২২ ০৭:১৮ অপরাহ্ন
থার্টি ফার্স্ট নাইটে বার বন্ধ ২৪ ঘণ্টা

মাদকের অপব্যবহার রোধে আগামী ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে পরদিন সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টা দেশের সব বার বন্ধ থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।


সোমবার (১৯ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয় সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে রাজধানীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকবে। সেই সঙ্গে এদিন কোথাও কোনো উন্মুক্ত কনসার্ট আয়োজন করা যাবে না।


থার্টি ফার্স্ট নাইটে নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, আগামী ৩১ ডিসেম্বর (শনিবার) ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে।


বড়দিন প্রসঙ্গে মন্ত্রী বলেন, এদিন রাজধানীসহ সারা দেশের  গির্জা ও খ্রিষ্টান সম্প্রদায়ের বিভিন্ন আয়োজনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।


বিএনপি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তাদের (বিএনপি) আন্দোলন, রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনা প্রসঙ্গে আমরা পদক্ষেপ নিচ্ছি। ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত আওয়ামী লীগের যেসব নেতাকর্মী গুম, খুনের শিকার হয়েছেন, সেসব ঘটনারও বিচার হবে।’