সিলেট নগরীর পূর্ব মিরাবাজার এলাকার বিরতি ফিলিং স্টেশনে বিস্ফোরণে দগ্ধ ৯ জনকে ঢাকায় পাঠানো হয়েছে।
বুধবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে অ্যাম্বুলেন্সে করে দগ্ধদের ঢাকায় পাঠানো শুরু হয় বলে জানিয়েছে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুবুর রহমান ভূঁইয়া।
এর আগে, আজ সকালে ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুবুর রহমান ভূঁইয়া জানান, দগ্ধদের শরীরের ১৫-৪০ ভাগ পর্যন্ত পুড়ে গেছে। ৪৮ ঘণ্টা পর বলা যাবে কাদের অবস্থা গুরুতর। তবে সবাইকে সিরিয়াস হিসেবে দেখছি। দগ্ধদের চিকিৎসাসেবা গুরুত্ব দিয়ে করা হচ্ছে।
গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে বিরতি ফিলিং স্টেশনে বিস্ফোরণের ঘটনা ঘটে। সেসময় ফিলিং স্টেশনের ৭ কর্মচারী ও ২ পথচারী দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ দুপুরে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় শেখ হাসিনা বার্ন ইউনিটে পাঠানোর সিদ্ধান্ত নেয় হাসপাতাল কর্তৃপক্ষ।
বিস্ফোরণের ঘটনায় দগ্ধরা হলেন- শাহপরান এলাকার বাসিন্দা ও পাম্প কর্মচারী মিনহাজ আহমদ, ইমন, মুহিন, শহরতলীর কোরবান টিলার রুমেল, সুনামগঞ্জের শাল্লা উপজেলার কাদিরগাওয়ের বাদল দাস, সিলেট সদর উপজেলার জাঙ্গাইল এলাকার তারেক আহমদ, একই এলাকার রুমান, তাহিরপুরের শ্রীপুরের রিপন মিয়া ও একই গ্রামের লুৎফুর রহমান।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার আজবাহার আলী শেখ জানান, সিএনজি ফিলিং স্টেশনে কম্প্রেসর কক্ষের একটি বাল্ব বিস্ফোরণের পর ৯ জন দগ্ধ হন। বিস্ফোরণের পর পাম্পের সামনের মিরাবাজার-টিলাগড় রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। ওই সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়। এ ঘটনায় কেউ থানায় অভিযোগ দেয়নি। তবে পুলিশ একটি সাধারণ ডায়েরি করেছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।