বিরামপুরে অভিযানে নিষিদ্ধ জাল জব্দ

নিজস্ব প্রতিবেদক
গোলাম রব্বানী, নিজস্ব প্রতিনিধি (দিনাজপুর)
প্রকাশিত: বুধবার ২০শে সেপ্টেম্বর ২০২৩ ০৯:০২ অপরাহ্ন
বিরামপুরে অভিযানে নিষিদ্ধ জাল জব্দ

মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন বাস্তবায়নে দিনাজপুরের বিরামপুর উপজেলা ছোট যমুনা নদীতে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে সাঁড়াশি অভিযান পরিচালনা করে অবৈধ নিষিদ্ধ জাল জব্দ করা হয়েছে।


বুধবার (২০ সেপ্টেম্বর) বিরামপুর উপজেলা মৎস দপ্তরের উদ্যোগে বিরামপুরের ছোট যমুনা নদীতে অবৈধ নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দুয়ারি জাল, উচ্ছেদ অভিযান পরিচালনা করেন বিরামপুর উপজেলা মৎস্য কর্মকর্তা কাউসার হোসেন।


এসময় মৎস্য দপ্তরের অভিযানে সার্বিক সহযোগিতা প্ৰদান করেন উপজেলা মৎস্য অফিসের কর্মচারীগণের অভিযানে ৫ টি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। যা প্রায়  ১৫০ মিটার। অবৈধ নিষিদ্ধ  জব্দকৃত জাল ছোট যমুনা নদীর পাড়ে ঘাটপাড় ব্রীজের নিচে প্রকাশ্য দিবালোকে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়। 


উপজেলা মৎস্য কর্মকর্তা কাউসার  হোসেন জানান, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ অনুযায়ী এ অভিযান পরিচালনা করা হয়।


উপজেলার পাঠনচরা জলাশয় ও বিভিন্ন উন্মুক্ত জলাশয়ে অভিযান চালিয়ে এ পর্যন্ত ১৭৫ টি নিষিদ্ধ জাল জব্দ করা হয়েছে।