সরাইলে পলাশের উদ্যোগে শিক্ষাবৃত্তি প্রদান

নিজস্ব প্রতিবেদক
মো: তাসলিম উদ্দিন, নিজস্ব প্রতিনিধি সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: শনিবার ৩০শে সেপ্টেম্বর ২০২৩ ০৯:০৪ অপরাহ্ন
সরাইলে পলাশের উদ্যোগে শিক্ষাবৃত্তি প্রদান

ব্রাহ্মণবাড়িয়া সরাইলে আবু শামীম মোহাম্মদ পিয়াল পলাশ এর পক্ষ থেকে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে এককালীন শিক্ষা বৃত্তি"থেমে যাবেনা তোমার লেখাপড়া"কর্মসূচীর অংশ হিসেবে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান হয়েছে। 


শনিবার(৩০সেপ্টেম্বর)সকালে সরাইলউপজেলা কালিকচ্ছ বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী বিল্লাল এর বাড়ি প্রাঙ্গণে এতে প্রধান অতিথি ছিলেন, সরাইল সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মান বদ্ধর্ন পাল। সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আয়ুইব খানের সভাপতিত্বে  স্বাগত বক্তব্য রাখেন, আবু শামীম মোহাম্মদ পিয়ার পলাশ।


তিনি তার বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের জীবনের লক্ষ্য ঠিক করে এগিয়ে যেতে হবে। তাহলে লেখাপড়ার মাধ্যমে তারা তাদের কাঙ্খিত লক্ষ্য অর্জন করতে পারবে। শিক্ষার্থীরা যেন জনসম্পদে পরিণত হয়। তাই জনসম্পদে পরিণত হয়ে শিক্ষার্থীরা যেন রাষ্ট্রের কল্যান বয়ে আনে, দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে এমন লক্ষ্য নিয়ে লেখাপড়া করতে হবে। কারণ লেখাপড়ার পর সমাজে প্রতিষ্ঠিত হওয়ার পর সমাজ ও রাষ্ট্রের জন্য প্রত্যেক মানুষের দায়িত্ব বেড়ে যায়। এই শিক্ষাবৃত্তি চালু থাকবে বলে তিনি তার বক্তব্যে বলেন। 


এসময় বক্তব্য রাখেন, কালিকচ্ছ পাঠশালা  উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল মানিক, নোয়াগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান প্রধান শিক্ষক মো, অহিদ হোসেন,দেওয়ান রওশন আরা লাকি,নাজমা বেগম, অনুষ্ঠানে কালিকচ্ছ ও নোয়াগাঁও ইউনিয়নের ১১ টি প্রতিষ্ঠা‌নের দরিদ্র ,মেধাবী, প্রতিবন্ধী ২৭ শিক্ষার্থীর প্রত্যেককে ৩ হাজার টাকা শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।  


অনুষ্ঠান সঞ্চালনা করেন, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটের সাংগঠনিক সম্পাদক অহিদুজ্জামান লস্কর অপু।