প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৬
নোয়াখালীর কোম্পানীগঞ্জে চাপরাশিরহাট পূর্ব বাজার দারুস সালাম কেন্দ্রীয় জামে মসজিদে নামাজরত অবস্থায় আতিকুর রহমান ওরফে ফারুক (৫৮) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রবিবার রাতে এ ঘটনা ঘটে, যখন তিনি এশার নামাজের দ্বিতীয় রাকাত পড়ার পর তৃতীয় রাকাতের জন্য দাঁড়ান।
ফারুক একই ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের ফাজিল ব্যাপারী বাড়ির বাসিন্দা ছিলেন। নিহত ব্যবসায়ী চার সন্তানের জনক এবং এক সময় লন্ডনে প্রবাসী ছিলেন। দেশে ফিরে তিনি স্থানীয় চাপরাশিরহাট বাজারে ফল ব্যবসা শুরু করেন এবং দীর্ঘদিন ধরে সক্রিয় ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, এশার নামাজের সময় হঠাৎ তিনি স্টোক করে মসজিদের মেঝেতে পড়ে যান। স্থানীয়রা সঙ্গে সঙ্গে গ্রাম্য চিকিৎসককে আনে, তবে চিকিৎসক ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করেন। মসজিদে উপস্থিত মুসল্লীরা শোকাহত হয়ে যান।
নিহতের ভাতিজা আমজাদ হোসেন জানান, ফারুক ছিলেন অত্যন্ত বন্ধুবৎসল ও পরোপকারী ব্যক্তি। তিনি সবসময় পারিবারিক ও ব্যবসায়িক কাজে সততা ও দায়িত্বশীলতা দেখিয়েছেন। এলাকার মানুষও তাকে সম্মান ও ভালোবাসার সঙ্গে স্মরণ করেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জানান, বিষয়টি পুলিশকে সময়মতো জানানো হয়নি। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো আইনি জটিলতা তৈরি হওয়ার আশঙ্কা নেই।
সোমবার সকালে ফারুকের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সম্প্রদায়ের মানুষ উপস্থিত ছিলেন। সকলেই নিহতের প্রতি শ্রদ্ধা জানান এবং তার আত্মার শান্তি কামনা করেন।
এ ঘটনার ফলে এলাকার মানুষ গভীর শোকাহত। স্থানীয় মসজিদ কমিটি ও এলাকাবাসী সামাজিক মাধ্যমে এবং স্থানীয়ভাবে শোক প্রকাশ করেছেন। ফারুকের মৃত্যুতে পরিবারে ও ব্যবসায়িক সম্প্রদায়ে শূন্যতার অনুভূতি তৈরি হয়েছে।