প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ১০:৩৯
প্রবাসীদের জন্য রেসিডেন্ট কার্ডের মেয়াদ বাড়িয়ে দুই বছর থেকে তিন বছর করার ঘোষণা দিয়েছে ওমান সরকার। সোমবার গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে, যা দেশটিতে কর্মরত বিদেশিদের জন্য বড় ধরনের স্বস্তির খবর হিসেবে এসেছে।
নতুন নিয়ম অনুযায়ী, প্রবাসীরা নির্ধারিত ফি দিয়ে এক, দুই বা তিন বছরের মেয়াদের রেসিডেন্ট কার্ড নবায়ন করতে পারবেন। একই সঙ্গে ওমানি নাগরিকদের ব্যক্তিগত আইডি কার্ডের মেয়াদ ১০ বছর পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
ফি কাঠামোতে এক বছরের জন্য ৫ রিয়াল, দুই বছরের জন্য ১০ রিয়াল এবং তিন বছরের জন্য ১৫ রিয়াল নির্ধারণ করা হয়েছে। তবে কার্ড হারিয়ে গেলে বা ক্ষতিগ্রস্ত হলে পরিবর্তনের জন্য ২০ রিয়াল ফি দিতে হবে বলে জানিয়েছে দেশটির নিরাপত্তা বিভাগ।
রয়্যাল ওমান পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, আইন মেনে চলার জন্য সব রেসিডেন্ট এবং আইডি কার্ডধারীদের মেয়াদ শেষ হওয়ার ৩০ দিনের মধ্যে নথি নবায়ন করতে হবে। নিয়ম না মানলে জরিমানা বা শাস্তির মুখে পড়তে হতে পারে।
এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ওমানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। তারা মনে করছেন, তিন বছরের কার্ড সুবিধা পেলে বারবার নবায়নের ঝামেলা কমবে এবং সময় ও খরচ দুই-ই সাশ্রয় হবে।
ওমানে প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা উল্লেখযোগ্য। ২০২৫ সালের জুন মাসের হিসেব অনুযায়ী, দেশটিতে প্রায় ১৮ লাখ বাংলাদেশি বসবাস করছেন। এর মধ্যে বেসরকারি খাতে কর্মরত প্রবাসীর সংখ্যা প্রায় ১৪ লাখ, সরকারি খাতে ৪১ হাজার এবং গৃহকর্মী হিসেবে প্রায় ৩ লাখ ৪৯ হাজার জন কাজ করছেন।
প্রবাসীদের দীর্ঘমেয়াদি রেসিডেন্ট কার্ডের সুবিধা দেওয়া হলে, ওমানে কর্মরত শ্রমিকদের স্থায়িত্ব ও আর্থিক নিরাপত্তা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে এটি দেশটির শ্রমবাজারকে আরও স্থিতিশীল করতে সহায়ক হবে।
এ সিদ্ধান্তের ফলে শুধু প্রবাসী বাংলাদেশিরাই নয়, অন্যান্য দেশের শ্রমিকরাও উপকৃত হবেন। দীর্ঘমেয়াদি মেয়াদে রেসিডেন্ট কার্ড থাকা মানে প্রশাসনিক ঝামেলা কমে আসা এবং প্রবাসজীবনে কিছুটা স্বস্তি যোগ হওয়া।