প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৫:১৮
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, মানুষের জন্ম কারো চাকরি করার জন্য হয়নি, বরং তারা উদ্যোক্তা হিসেবে স্বাবলম্বী হওয়ার জন্য জন্মগ্রহণ করেছে। রোববার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর মোহাম্মদপুর খিলজি রোডে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) ভবন-২ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
ড. ইউনূস বলেন, সবাইকে তাদের সক্ষমতা অনুযায়ী যেখানে যেতে চায়, সেখানে যাওয়ার সুযোগ দিতে হবে। মানুষের সম্ভাবনা এবং উদ্যোগকে সামনে আনার মাধ্যমে দেশকে আরও সমৃদ্ধ করা সম্ভব। তিনি আরও উল্লেখ করেন, প্রযুক্তির উন্নয়ন বর্তমানে উদ্যোক্তাদের জন্য নতুন দিগন্ত খুলে দিয়েছে, যা পুরো বিশ্বের সঙ্গে সংযোগ স্থাপন করেছে।
প্রধান উপদেষ্টা বলেন, এখনকার যুবসমাজ ৮০-এর দশকের ছেলেমেয়ের মতো নয়। তারা অনেক দূর এগিয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে উদ্যোক্তা হয়ে উঠেছে। তাই আইনি ও বিনিয়োগ সংক্রান্ত বাধা কমিয়ে আরও সুযোগ সৃষ্টি করতে হবে। পিকেএসএফ এই ক্ষেত্রে নতুন উদ্যোগের মাধ্যমে নতুন যাত্রা শুরু করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
পিকেএসএফ-এর বর্তমান কাঠামো এবং নিয়মকানুনের পরিবর্তনের কথাও তুলে ধরেন ড. ইউনূস। তিনি বলেন, বিনিয়োগের সুযোগের মাধ্যমে বড় আকারের উদ্যোগ গড়ে তোলা সম্ভব। বর্তমান আইন ও নিয়মকানুনের মধ্যে কিছু দূরত্ব থাকলেও তা সংশোধন করা যায় এবং উদ্যোক্তাদের জন্য আরও সম্প্রসারণ করা সম্ভব।
পিকেএসএফ প্রতিষ্ঠার স্মৃতি তুলে ধরে ড. ইউনূস বলেন, বিশ্বব্যাংক থেকে ২০ কোটি টাকার একটি ফান্ড এসেছে, যা পিকেএসএফ-এর জন্মে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তিনি জানান, তৎকালীন প্রেসিডেন্ট এরশাদের সমর্থনও ছিল যাতে এই উদ্যোগ বাস্তবায়িত হয়।
তিনি আরও বলেন, দারিদ্র্য নিরসনে মানুষের সঙ্গে সরাসরি কাজ করা এবং ফাইন্যান্সিয়াল সিস্টেম তৈরি করা হচ্ছে, যা মানুষকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলবে। ড. ইউনূসের বক্তব্যে উদ্দীপনা ছড়িয়েছে যুব সমাজে, যারা নিজেদের উদ্যোগে দেশের উন্নয়নে অবদান রাখতে চাইছে।
এই অনুষ্ঠানের মাধ্যমে পিকেএসএফ একটি নতুন ভবনে কার্যক্রম শুরু করছে, যা উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে। সকলের জন্য সমান সুযোগ ও উৎসাহ প্রদানের মাধ্যমে দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।