সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে জাতীয় পার্টির (জাপা) নতুন মহাসচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মুজিবুল হক চুন্নু। এর আগে তিনি দলটির কো-চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন। এবার তাকে জাপার সদ্য প্রয়াত মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর স্থানে নিয়োগ দেয়া হলো।
শনিবার (৯ অক্টোবর) মুজিবুল হক চুন্নুকে মহাসচিব ঘোষণা করেন দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের)।
জাতীয় পার্টির গুরুত্বপূর্ণ পদ পাওয়ার পর পরই প্রতিক্রিয়া জানিয়েছেন মুজিবুল হক চুন্নু। তিনি বলেন, ‘কিছুক্ষণ আগে দলের চেয়ারম্যান জি এম কাদেরের সঙ্গে আমার বৈঠক হয়েছে। উনি জাপার নতুন মহাসচিব হিসেবে আমাকে দায়িত্ব দিয়েছেন। এখন থেকে আমার দায়িত্ব শুরু হলো।’
জাতীয় পার্টির নতুন মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, ‘এখন আমার কাজ হবে দলকে আরও সুসংগঠিত করা। তৃণমূল পর্যায়ে একে শক্তিশালী করা। সর্বোপরি, দলের সাংগঠনিক শক্তি বাড়ানো। আগামী নির্বাচন সামনে রেখে এসব কাজেই মনোযোগ দেব আমি।’
করোনা আক্রান্ত হয়ে গত ২ অক্টোবর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জিয়াউদ্দিন আহমেদ বাবলু। এতে জাপার মহাসচিবের পদটি শূন্য হয়।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।