নেত্রকোনায় স্বাধীনতা দিবস উপলক্ষে শুটিং প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক
এ কে এম আব্দুল্লাহ, জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: শনিবার ২রা এপ্রিল ২০২২ ০৫:০৩ অপরাহ্ন
নেত্রকোনায় স্বাধীনতা দিবস উপলক্ষে শুটিং প্রতিযোগিতা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে নেত্রকোনা রাইফেল্স ক্লাব ও জেলা প্রশাসনের উদ্যোগে শনিবার দুপুরে মালনীস্থ চাঁনমারীতে শুটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 


    নেত্রকোনা রাইফেল্স ক্লাবের সাধারণ সম্পাদক সারোয়ার জাহান রঞ্জনের সভাপতিত্বে শুটিং প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফখরুজ্জামান জুয়েল। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মনির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ হারুন অর রশিদ, 


নেত্রকোনা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিন, নেত্রকোনা রাইফেল্স ক্লাবের সাবেক সম্পাদক আবুল ফজল চৌধুরী মজনু, নেত্রকোনা ডায়বেটিক সমিতির সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক বাচ্চু, নেত্রকোনা রেড ক্রিসেন্টের সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন প্রমুখ।


    পরে শুটিং প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।