আশাশুনিতে বাগদা চিংড়ি জব্দ, জরিমানা

নিজস্ব প্রতিবেদক
সচ্চিদানন্দ দে সদয়, আশাশুনি উপজেলা প্রতিনিধি, সাতক্ষিরা
প্রকাশিত: বৃহঃস্পতিবার ৩০শে জুন ২০২২ ০৫:৪৪ অপরাহ্ন
আশাশুনিতে বাগদা চিংড়ি জব্দ, জরিমানা

আশাশুনি উপজেলার কাদাকাটি হাজীরহাটে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৩০০ কেজি বাগদা চিংড়ী জব্দ ও জরিমানা করা হয়েছে। বুধবার হাজীরহাট মৎস্য সেটে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।  


উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়ানুর রহমান ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। আদালত পরিচালনাকালে ব্যবসায়ী নওয়াপাড়া গ্রামের মৃত নৃপেন্দ্র পরামান্যর ছেলে পঞ্চানন ও কর্মচারী কাদাকাটি গ্রামের মেজবার হোসেনের ছেলে শাহিনুরকে আটক ও অপদ্রব্য পুশকৃত ৩০০ কেজি বাগদা চিংড়ী জব্দ করেন।


 বিজ্ঞ আদালত ৬০ হাজার টাকা জরিমানা করলে আসামীরা জরিমানার টাকা জমা দিলে তাদেরকে মুক্তি দেওয়া হয়। জব্দকৃত মাছ মানিকখালী ব্রিজের উপর থেকে খোলপেটুয়া নদীতে ফেলে দিয়ে বিনষ্ট করা হয়। এ সময় সিনিঃ উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোস্তাফিজুর রহমান ও থানার এএসআই আবুল হোসেন উপস্থিত ছিলেন।