দেবীদ্বারে সড়ক দুর্ঘটনায় শিশুসহ আহত ৬

নিজস্ব প্রতিবেদক
শফিউল আলম রাজীব, জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: শুক্রবার ১৬ই ডিসেম্বর ২০২২ ০২:৫৬ অপরাহ্ন
দেবীদ্বারে সড়ক দুর্ঘটনায় শিশুসহ আহত ৬

দেবীদ্বারে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৬ জন আহত হয়েছে। গুরুতর আহত দু'জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩ টায় কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার পৌরসভার সাইলচর এলাকায় সিএনজি চালিত দুটি অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষে ওই দুর্ঘটনাটি ঘটে।


দুর্ঘটনায় অটোরিকশায় থাকা ২ চালক ও ৪ যাত্রীসহ আহত ৬ জনকে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা দেয়া হয়েছে এদের মধ্যে একটি শিশু রয়েছে। গুরুতর আহত দু'জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।


আহতরা হলেন, দেবীদ্বার উপজেলাধীন উজানজোড়া গ্রামের মোঃ সোহাগ সরকার(৩০), রসুলপুর গ্রামের উওম'র ছেলে টিটু(৩০), পৌর সাইলচর এলাকার জাকির হোসেনের মেয়ে জেরিন আক্তার(৪০), বুড়িচং উপজেলার কংশনগর অলুয়া গ্রামের আব্দুল মান্নান মিয়ার ছেলে আব্দুর রহিম (২৭), ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়নের বালিনা গ্রামের মোঃ হোসেন মিয়ার ছেলে মোঃ হানিফ(৩৮), এছাড়াও আহত শিশুটির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।


এবিষয়ে জানতে চাইলে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, দূর্ঘটনায় আহতদের প্রাথমিক চিকিৎসা সেবা দিয়েছি। এদের মধ্যে আহত দু'জনকে কুমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।


মিরপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ নজরুল ইসলাম সন্ধ্যা সাড়ে ৭ টায় ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সিএনজি চালিত দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ওই দুর্ঘটনাটি ঘটে। ঘটনায় দুটি অটোরিকশাই দুমড়ে-মুচড়ে যায়। আমরা তা রাস্তা থেকে সরিয়ে আমাদের হেফাজতে রেখেছি। হাসপাতালে আমাদের লোক পাঠিয়ে আহতদের খুঁজ খবর রাখছি।