টেকনাফে ৩৪৮ বোতল বিদেশী মদসহ আটক- ৪

নিজস্ব প্রতিবেদক
আমান উল্লাহ কবির,নিজস্ব প্রতিনিধি টেকনাফ (কক্সবাজার)
প্রকাশিত: মঙ্গলবার ৩রা জানুয়ারী ২০২৩ ১১:৪০ পূর্বাহ্ন
টেকনাফে ৩৪৮ বোতল বিদেশী মদসহ আটক- ৪

কক্সবাজারের টেকনাফ থানাধীন হোয়াইক্যং এলাকায় অভিযান পরিচালনা করে ৩৪৮ টি বোতল বিদেশী মদসহ চারজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড একশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫।২ জানুয়ারি দিনগত রাত ১ টারদিকে গোপন সংবাদের ভিত্তিতে উক্ত অভিযান পরিচালনা করে।র‌্যাব সুত্রে জানা যায়, টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউনিয়নের খারাংগা ঘোনা জনৈক নজির আহম্মদের বাড়িতে এক অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে চারজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।


ধৃতরা হচ্ছে- বালুখালীরমৃত খুইল্যা মিয়ার পুত্র

নজির আহম্মদ (৫২), নজির আহম্মদের পুত্র


আরাফাত হোসেন (১৯), নয়াপাড়া মোহছনী ক্যাম্পের এমআরসি নং-০৮০২৬ এর সুলতান হোসাইনের পুত্র মোহাম্মদ হোসাইন (২১) ও এমআরসি নং-২৬০৯৫- বি এর আবু সামার পুত্র সৈয়দ হোসেন (৩৪)।এসময় নজির আহমদের বসত বাড়ির শয়ন কক্ষে রক্ষিত অবস্থায় প্লাষ্টিকের বস্তার ভেতর হতে মিয়ানমারের ৩৪৮ টি বিদেশী মান্ডেলে মদের বোতল উদ্ধার করা হয়।


এর আগে র‌্যাবের দল ওই স্থানে পৌঁছানোর পূবেই একজন মাদক ব্যবসায়ী দ্রুত পালিয়ে যায়।ধৃত মাদক ব্যবসায়ীগন ও পলাতক আসামী পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ বিদেশী মদ অবৈধ ভাবে সংগ্রহ করে অন্যত্র বিক্রয়ের উদ্দেশ্যে  তাদের নিজ হেফাজতে রেখেছিল।র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) অতিঃ পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান,উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ ধৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুর জন্য কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।