ঝালকাঠি সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ঝালকাঠি শাখার এই নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট আককাস সিকদার এবং সাধারণ সম্পাদক পদে দায়িত্ব গ্রহণ করেছেন শফিউল আজম টুটুল।
নবগঠিত কমিটিতে সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আজমীর হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুলের সঙ্গে যুগ্মসম্পাদক হিসেবে আতিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক হিসেবে কেএম সবুজ, কোষাধ্যক্ষ হিসেবে রাজু খান এবং প্রচার সম্পাদক হিসেবে ইসমাইল মুসাফিরকে মনোনীত করা হয়েছে।
কমিটির অন্যান্য পদে দায়িত্ব পালন করবেন দপ্তর সম্পাদক মিজানুর রহমান টিটু, নির্বাহী সদস্য হিসেবে কাজী খলিলুর রহমান, আলআমিন তালুকদার, মাসউদুল আলম, সাইদুল ইসলাম, এমদাদুল হক স্বপন, মনিরুজ্জামান, শহিদুল আলম, মাইনুল হক লিপু, ফারুক হোসেন খান, ওমর ফারুক, মেহেদী হাসান জসিম, খালিদ হাসান তালুকদার, আবু সায়েম আকন, সাইফুল ইসলাম, জাকির হোসেন, মাসুম বিল্লাহ জুয়েল, বুলবুল আহমেদ, রাশেদ খান মিঠু, রিয়াজুল ইসলাম বাচ্চু, বাবুল মিনা, মাসুদ পারভেজ, নাইম হোসেন, কামরুজ্জামান সুইট, মো. নাইম হাসান, এবং আরিফ সরদার।
নতুন কমিটি গঠন হওয়ার পর সভাপতি আককাস সিকদার এবং সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল তাদের সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং সাংবাদিকদের কল্যাণে আরও কার্যকরী ভূমিকা রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। তাদের লক্ষ্য হলো সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত মানোন্নয়ন এবং ঝালকাঠি সাংবাদিকতার উন্নতি সাধন করা।
একমত হয়ে নবগঠিত কমিটির সদস্যরা সাংবাদিকদের স্বার্থ রক্ষায় একযোগে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন এবং আগামীতেও সাংবাদিকদের যেকোনো সমস্যার সমাধানে তারা কাজ করবেন বলে জানান।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।