প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ১১:৪৮
কোনো ট্যাগ পাওয়া যায়নি
ঠাকুরগাঁও সদর হাসপাতালের ২৫০ শয্যাবিশিষ্ট প্রতিষ্ঠানে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত ৩৫ জন কর্মী হঠাৎ করেই চাকরিচ্যুত হওয়ায় ক্ষোভ ও প্রতিবাদ শুরু হয়েছে। গতকাল শহরের মানব কল্যাণ কেন্দ্রে ‘বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ, ঠাকুরগাঁও’ নামে একটি সংগঠন তাদের পক্ষে সংবাদ সম্মেলন করে পুনঃনিয়োগের দাবি জানায়।
সংবাদ সম্মেলনে লেখা বক্তব্য পাঠ করেন সন্দিপ কুমার রায়, যেখানে তিনি জানান ২০২০-২১ অর্থবছর থেকে ওয়ার্ড বয়, ওটি বয়, সিকিউরিটি গার্ড, আয়া, বাবুর্চি, পরিচ্ছন্নতাকর্মী ও লিফট অপারেটর হিসেবে কর্মরত এই ৩৫ জন কর্মী করোনাকাল, ডেঙ্গুসহ বিভিন্ন দুর্যোগে প্রাণের ঝুঁকি নিয়ে স্বাস্থ্যসেবায় নিয়োজিত ছিলেন। তারা বলেন, চলতি মাসের ৫ তারিখ থেকে তাদের নাম হাজিরা খাতা ও ডিউটি রোস্টার থেকে হঠাৎ করে বাদ দেওয়া হয় এবং কোনো লিখিত নোটিশ ছাড়াই চাকরিচ্যুতির ঘোষণা দেয়া হয়।
কর্মচারীরা অভিযোগ করেন, কোনো তদন্ত বা শুনানি ছাড়াই রাজনৈতিক অভিযোগের ভিত্তিতে ঠিকাদারি প্রতিষ্ঠান তাদের চাকরি থেকে বাদ দিয়েছে। তাদের দক্ষতা ও দীর্ঘ অভিজ্ঞতা উপেক্ষিত রেখে নতুন অযোগ্য ও নবাগতদের অগ্রাধিকার দেয়া হয়েছে। এছাড়া তাদের বকেয়া বেতনের ব্যাপারে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
সংবাদ সম্মেলনে ক্ষুব্ধ কর্মীরা জেলা প্রশাসন, স্বাস্থ্য অধিদপ্তর, জনপ্রশাসন মন্ত্রণালয় ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুসসহ সংশ্লিষ্টদের দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানান।
সহকারী বাবুর্চি উম্মে হাফসা কান্নাজড়িত কণ্ঠে বলেন, হঠাৎ করে আমরা নিঃস্ব হয়ে পড়েছি, কিছু বুঝতে পারছি না, অনেক বছর চাকরি করেও এখন চাকরি হারিয়েছি। আরেক কর্মী আনারুল বলেন, চার-পাঁচ বছর ধরে চাকরি করার পর হঠাৎ করেই চাকরি চলে যাওয়া তাদের জীবনে বড় ধাক্কা দিয়েছে।
ওয়ার্ড বয় সেন্টু কুমারও অভিযোগ করেন, নোটিশ ছাড়াই চাকরিচ্যুত হওয়ায় তাদের পরিবারের লোকজনের অসুস্থতার কারণে এখন তারা কোথায় যাবে বুঝতে পারছেন না। তারা সরকারের কাছে পুনঃনিয়োগের জন্য আকুল আবেদন জানিয়েছেন।
ঠাকুরগাঁও সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মনজুরুল ইসলাম জানান, তাদের নিয়োগ ঠিকাদারি প্রতিষ্ঠান শারমি এর মাধ্যমে হয়েছে। প্রতিষ্ঠান ৩৫ জনকে বাতিল করে নতুন ৩৫ জন নিয়োগ দিয়েছে। তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আশরাফুল ইসলাম ফোনে যোগাযোগে অনুপলব্ধ রয়েছেন।
এ ঘটনা ঠাকুরগাঁওয়ের স্বাস্থ্যসেবায় আউটসোর্সিং কর্মীদের ভবিষ্যত নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে এবং দ্রুত সমাধানের প্রত্যাশা করা হচ্ছে।